পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন-বরণ অনুষ্ঠান

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , জানুয়ারি ৬, ২০২৩
নবীন-বরণ অনুষ্ঠান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান-২০২৩ ইং ৬ষ্ট শ্রেনী ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জিনিয়া জামান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন এর সভাপতিত্বে সহকারি শিক্ষক মোঃ মেহেদী হাসান খান ও কামরুন্নাহার এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী। এরআগে অতিথিবৃন্দ ও নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com