পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন-বরণ অনুষ্ঠান


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান-২০২৩ ইং ৬ষ্ট শ্রেনী ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জিনিয়া জামান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন এর সভাপতিত্বে সহকারি শিক্ষক মোঃ মেহেদী হাসান খান ও কামরুন্নাহার এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী। এরআগে অতিথিবৃন্দ ও নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।