পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আবারো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ , মে ২৭, ২০২২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৪র্থ বারের মত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।

ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল গফুরের স্বাক্ষরিত ফলাফলে এ খবর জানা গেছে। তাছাড়া একই সময়ে ওই বিদ্যালয় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী তাওসিক মোহাম্মদ আরাফ শ্রেষ্ঠ শিক্ষার্থী, দশম শ্রেণীর শিক্ষার্থী শরিফুজ্জামান সাদী শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ এবং সঙ্গীতে দেশাত্ববোধক গানে ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তি দাস জেলা পর্যায়ে শেষ্ঠ হয়েছে। প্রতিষ্ঠানটি এর আগে ২০১৬ইং ২০১৮ইং ও ২০১৯ইং সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছিল। তাছাড়া বিদ্যালয়টির ক্রিকেট (বালক) দল ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সারাদেশে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করে।

প্রতিষ্ঠানটির এমন ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল বারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য বিদ্যালয়টি ১৯১৬ইং সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে এলাকায় শিক্ষাদান করে আসছে। গত ২০১৮ইং সনে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com