পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ , ডিসেম্বর ৩, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) নেত্রকোণা : নেত্রকোণার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩ ডিসেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল ইসলাম। উক্ত সিজারিয়ান অপারেশ এ মাহাবুবা জান্নাত তামান্ন (২০) নামের প্রসূতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম হয়। তামান্নার বাবার বাড়ি উপজেলার সুনাইকান্দা গ্রামে। স্বামীর বাড়ী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দেওআটি গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ধ্রুব সাহার সার্বিক তত্ত্বাবধানে ওটি পরিচালনা করেন ডা. চৌধুরি ফাইজা বিনতে হোসেন। এ্যানেসথেশিয়ায় ছিলেন ডা. আফসানা হোসেন। তামান্নার স্বামী মুফতী আব্দুল লতিফ জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের সুযোগ পেয়ে তিন খুব খুশি।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল ইসলাম বলেন আগে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মহিলাদের সিজারের জন্য সুদূর ময়মনসিংহে যেতে হতো। এতে দূর্ভোগের পাশাপাশি আর্থনৈতিক ক্ষতির সন্মূখীন হতেহতো সাধারণ মানুষের।সরকারের বাস্তবমুখী উদ্যোগের কারণে আধুনিক স্বাস্থ্যসেবা এখন জনগণের দোরগোড়ায় পৌছে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলার সকল গর্ভবতী মহিলা স্বাস্থ্য সেবা নিতে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আহবান জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com