পূর্বধলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়কের পদত্যাগ

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ , জানুয়ারি ১৮, ২০২১

পূর্বধলা সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখায় মো. বাবুল আলম তালুকদারকে আহ্বায়ক ও মো. শহীদুল্লাহ ইমরানকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৭৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে নেত্রকোনা জেলা বিএনপি।

১৭ জানুয়ারি রবিবার রাত ১০টার দিকে দলীয় প্যাডে জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক পত্রে এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও অনুমোদিত আহবায়ক কমিটির আহবায়ক মো. বাবুল আলম তালুকদার।

আহবায়ক মো. বাবুল আলম তালুকদার বলেন, একটি সুন্দর ও গ্রহনযোগ্য কমিটি উপহার দেওয়ায় নেত্রকোনার জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনুমোদিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শহীদুল্লাহ ইমরান প্রটোকল অনুযায়ী কমিটি না হওয়ায় তাৎক্ষনিক তিনি বিএনপি‘র ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com