পূর্বধলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়কের পদত্যাগ
পূর্বধলা সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখায় মো. বাবুল আলম তালুকদারকে আহ্বায়ক ও মো. শহীদুল্লাহ ইমরানকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৭৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে নেত্রকোনা জেলা বিএনপি।
১৭ জানুয়ারি রবিবার রাত ১০টার দিকে দলীয় প্যাডে জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক পত্রে এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও অনুমোদিত আহবায়ক কমিটির আহবায়ক মো. বাবুল আলম তালুকদার।
আহবায়ক মো. বাবুল আলম তালুকদার বলেন, একটি সুন্দর ও গ্রহনযোগ্য কমিটি উপহার দেওয়ায় নেত্রকোনার জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনুমোদিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শহীদুল্লাহ ইমরান প্রটোকল অনুযায়ী কমিটি না হওয়ায় তাৎক্ষনিক তিনি বিএনপি‘র ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।