পূর্বধলা ইসলামী আন্দোলন’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার( ০৯মে) উপজেলা বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্রের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শামিম হোসেন মাস্টার, নেত্রকোনা জেলার সাবেক যুবনেতা মাওঃ আলমগীর হোসাইন মিসবাহ, উপজেলা যুবনেতা হাফেজ মাওঃ আমিনুল হক লিমন, আব্দুর রাশিদ, শফিকুল ইসলাম ও ছাত্র নেতা ওয়ালি উল্লাহ রাজিব প্রমূখ। হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।
করোনার এই সংকটকালীন সময়ে পবিত্র ঈদুল ফিতর যখন দরজায় কড়া নাড়ছে। সংকটকালীন সময়ের শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলো হতদরিদ্রদের মাঝে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবার উপজেলা পর্যায়ে তারা এই ত্রাণ বিতরণ কর্মসূচি চালায়।