পূর্বধলা অসহায় শীর্তাথদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: মুজিববর্ষে নেত্রকোণার পূর্বধলায় দরিদ্র, অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) উপজেলার খাদ্যগুদাম রোডে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও ময়মনসিংহ মহানগর আ.লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য আলহাজ্ব আজিজুর রহমান খান তামিমের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সুকান্ত সরকার রঞ্জন, তৌহিদুল কবীর রাসেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরশাদ শেখ, হোসাইন আহামেদ, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম উজ্বল, আগিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিনহাজুল আবেদীন, উপজেলা হকারর্স লীগ’র (প্রস্তাবিত কমিটি) সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রমিক নেতা বলাই সরকার, সাবেক ছাত্রনেতা আল মাসুদ বিশ্বাস, রিপন পাঠান, মোঃ হাফিজুল ইসলাম, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম খান, মোস্তাক আহমেদ খান, সাদ্দাম হোসেন প্রমুখ।
তামিম খান জানান, উপজেলার ১১টি ইউনিয়নের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে পূর্বধলা সদর ইউনিয়নে ৪ শতাধিক কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। শীত মৌসুমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।