পূর্বধলায়  ৬ ব্যবসায়ী ও দুই ট্রাক চালককে ভ্রাম্যমানে জরিমানা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , মার্চ ১৮, ২০২১
ভ্রাম্যমানে জরিমানা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেজাল খাদ্য ও পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরন আইন, পরিবেশ সংরন আইন ও সড়ক পরিবহন আইনে ৬ ব্যবসায়ী এবং দুই ট্রাক চালককে ২৪হাজার ৮শ’টাকা অর্থ দন্ড করেছেন।

বৃহস্পতিবার (১৮মার্চ) বিকালে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।

এ সমযয় ভেজাল খাদ্য ও পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরন আইনে বাজারের খাদ্য গুদাম রোডের বেকারী ব্যবসায়ী সাহাদুল্লাহকে ১০হাজার টাকা, মুদি ব্যবসায়ী লিটন কুমার রায়কে ২হাজার টাকা, পূর্বধলা মধ্য বাজারের মিষ্টি ব্যবসায়ী মিন্টু সরকারকে ৫হাজার টাকা, মিষ্টি ব্যবসায়ী কাজল সরকারকে ৫হাজার টাকা, পলিথিন রাখার দায়ে পূর্বধলা বাজারের ফল ব্যবসায়ী সাহাব উদ্দিনকে ৫শ’টাকা, সড়ক পরিবহন আইনে ট্রাক ড্রাইভার আহাদুল ইসলাম আহাদকে ১হাজার ও ট্রাক ড্রাইভার সাইফুল ইসলামকে ৮শ’ টাকা জরিমানা করেন ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com