পূর্বধলায় ৬ বোতল হুইস্কিসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় গতকাল শুক্রবার (১৪ জানুয়ারী) রাত ৯টায় ইলাশপুর চৌরাস্তা নামক স্থানে ৬ পিস হুইস্কি মাদক সহ জয় চন্দ্র দে (২১) এবং সামিউল ইবনে আশিক (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। আটককৃত জয় চন্দ্র দে ময়মনসিংহ জেলার সদর উপজেলার ধোপাখোলা গ্রামের স্বপন চন্দ্র দে’র ছেলে এবং একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে সামিউল ইবনে আশিক।
পূর্বধলা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। শুক্তবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন, আবু রায়হান, এএসআই আমিনুল ইসলাম, শাহীনুল বারী, রমজান আলীসহ সঙ্গীয় ফোর্স মাদকসহ তাদের আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীদের নেত্রকোণা জেল হাজতে প্রেরন করেছেন।