পূর্বধলায় গরুসহ দুই চোর আটক


মো. আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় চন্দন তাং (৩৫) এবং আজিজুল ইসলাম (২৮) নামে ২ গরু চোর আটক করেছে স্থানীয়রা। আটককৃত চন্দন তাং উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের আ: রহমানের ছেলে এবং আজিজুল ইসলাম উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের আ: রাশিদের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে ৩টার দিকে ব্যাটারী চালিত অটোযোগে আতকাপাড়া গ্রামের জুনাইদ জনি’র ১টি বকনা গরু (মূল্য ২৩ হাজার) চুরি করে নিয়ে যাওয়ার উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা এলাকায় স্থানীয়রা চন্দন মিয়াকে আটক করে। অপর দিকে বুধবার সন্ধায় উপজেলার কৈলাটি গ্রামের মাঠ থেকে ইসমাইল হোসেনের ১টি গরু (মূল্য ৫০ হাজার) চুরি করে নিয়ে যাওয়ার সময় আজিজুল ইসলামকে স্থানীয়রা আটক করে। স্থানীয়রা থানায় খবর দিলে পৃথক স্থান হতে ২ গরুসহ দুই চোরকে উদ্ধার করে পূর্বধলা থানার পুলিশ ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগীতায় থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, সহ. উপ পরিদর্শক (এএসআই) জহির রায়হান সঙ্গীয়ফোর্স পৃথক স্থান হতে ২ গরুসহ দুই চোরকে উদ্ধার করেছে এবং তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আসামী নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।