পূর্বধলায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , নভেম্বর ২৮, ২০২১
প্রতীকি ছবি

মোঃ আল মুনসুর : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিচ্ছিন্ন ও অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার বিকাল ৪টার পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

স্থানীয় ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে পূর্বধলার ১০ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, হোগলা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম আকন্দ (চশমা), ঘাগড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম মাজহারুল ইসলাম (ঘোড়া), জারিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম মন্ডল নান্টু (ঘোড়া), আগিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন চৌধুরী (চশমা),

পূর্বধলা সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুর রহমান বুলবুল (মোটর সাইকেল), বৈরাটী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনিছুজ্জামান তালুকদার (আনারস), বিশকাকুনী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আল আমিন (আনারস), খলিশাউড় ইউপিতে আ.লীগ প্রার্থী কমল সরকার (নৌকা), নারান্দিয়া ইউপিতে আ.লীগ প্রার্থী মো. আব্দুল কুদ্দুছ (নৌকা) এবং গোয়ালাকান্দা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন (আনারস)।

উল্লেখ্য, পূর্বধলা উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে হোগলা, ঘাগড়া, জারিয়া, পূর্বধলা সদর, আগিয়া, বিশকাকুনী, খলিশাউড়, নারান্দিয়া, গোহালাকান্দা ও বৈরাটী এই ১০ ইউপিতে কেন্দ্রের সংখ্যা ৯৩টি। দুই লক্ষ ২৮ হাজার ২৯৭ জনের ভোটারের মধ্যে এক লক্ষ ১৬ হাজার ৬৩৭ জন পুরুষ ও এক লক্ষ ১১ হাজার ৬৬০ জন নারী ভোটার রয়েছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com