পূর্বধলায় হাট-বাজার ও ঘাট ইজারা প্রদানের আংশিক কার্যক্রম সম্পন্ন

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১১, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ২৬ টি বাজার ও ১টি ঘাটের মধ্যে ১৪টি বাজার ও ১টি ঘাটের দরপত্র সম্পন্ন হয়। যার মোট মূল্য ২,৫৬,৫২২৫৮ টাকা মাত্র। তন্মধ্যে উল্লেখযোগ্য পূর্বধলা বাজার ৮৫ লক্ষ, হোগলাবা ৮২ লক্ষ ৮১ হাজার, জারিয়া বাজার ১০ লক্ষ ২০ হাজার, জারিয়া কাট ১ লক্ষ ৩২ হাজার, কুমুদগঞ্জ ১৯ লক্ষ ৫০ হাজার, বাদেপুটিকা ও ২৯ লক্ষ ৯০ হাজার। অবশিষ্ট ১২ টি বাজারের দরপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত নির্ধারণ হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ১৪২৮ বাংলা সনের জন্য ২৬ টি বাজার ও ১টি ঘাটের দরপত্র আহবান করা হয়। গত বছরের চেয়ে ৩৬ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হয়েছে।

আজ ১১ ফেব্রুয়ারী নির্ধারিত সময়ে সিডিউল ড্রাফট করার কার্যক্রম সম্পন্ন হলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা প্রকৌশলী মো: আব্দুল আলীম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম আকন্দ (খোকন), সাংবাদিক, পুলিশ প্রশাসনের ও দরপত্র ক্রেতাগণের উপস্থিতিতে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলা সনের শেষ তিন মাস (মাঘ-চৈত্র) হাটবাজার ইজারা পূর্ব কার্যক্রম সম্পন্ন করা হয়। এ উদ্দেশ্যে প্রথমে হাট-বাজারের ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ, অনুমোদন হয়ে আসলে বিগত তিন বছরের গড় ইজারা মূল্য হিসাব করে কাঙ্খিত ইজারা মূল্য নির্ধারণ এবং সিডিউল তৈরি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, অত:পর বহুল প্রচারের জন্য ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিস, ব্যাংক, পোস্ট অফিস, হাট বাজারের দর্শনীয় স্থানে বিজ্ঞপ্তি প্রচার ও বিভিন্ন হাট বাজারে মাইক ও ঢোল সহরতের মাধ্যমে প্রচার করা হয়।উপজেলা পরিষদের আওতাধীন হাট-বাজারেরর দরপত্রে ডিসি অফিস/ ইউএও অফিস/এসি ল্যান্ড অফিস/থানা/সোনালী ব্যাংকের উপজেলা সদরের শাখা হতে ক্রয় করা যায় এবং পূরণকৃত দরপত্রে ডিসি অফিস/এসপি অফিস/এসি ল্যান্ড অফিসে জমা প্রদান করা সহ আগ্রহী ইজারা গ্রহীতাগণ নির্ধারিত মূল্যে দরপত্র সিডিউল দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত অফিসসমূহ থেকে ক্রয় করেন। দরপত্র ফরম যথাযথভাবে পূরণ করে উদ্ধৃত মূল্যের ৩০% অর্থের ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংযুক্ত করে সিলগালাযুক্ত খামে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে দাখিল করেন।

প্রাপ্ত দরপত্রসমূহ সংগ্রহ করে দরপত্র মূল্যায়ন কমিটির সভায় পেশ করা হয়। দরপত্র মূল্যায়ন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান দরপত্র অনুমোদন করেন। সফল দরদাতা ৭ দিনের মধ্যে ইজারা মূল্যের অবশিষ্ট অর্থ, নির্ধারিত ভ্যাট ও আয়কর পরিশোধ করে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে চুক্তি সম্পাদন করে আনুষ্ঠানিকভাবে বাজারের দখল বুঝে নিবেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com