পূর্বধলায় হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন : নেত্রকোনার পূর্বধলায় ২টি হত্যা ও ১টি ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী আজিজুল হক ওরফে আজিজ (৩৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে পূর্বধলা উপজেলার জালশুকা কুমদগঞ্জ এলাকার আব্দুল কাদিরের ছেলে। রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ফাজিলপুর বাজারের ১০০ গজ দক্ষিণে পাকা রাস্তা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২টি হত্যা ও ১টি ডাকাতি সহ একাধিক মামলায় প্রায় ১৫ বছর ধরে পলাতক আজিজুল হক। তাছাড়া পার্শ্ববর্তী গৌরীপুর থানাতে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে আজিজুল হকের বিরুদ্ধে। রবিবার বিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি আজিজুল হক এর অবস্থান। এসআই আ: কাদের’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি রেটিং পাটি তৈরি করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আসামি মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে। পরে বিকাল সোয়া ৬টার দিকে পুলিশের অক্লান্ত পরিশ্রমে আসামীর মোটরসাইকেলকে অতিক্রম করে তাকে ধরতে সক্ষম হয়েছে।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের বিরদ্ধে হত্যা ও ডাকাতি সহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিল। থানার এসআই আ: কাদের, এএসআই সালাহ উদ্দিন, ফজলুল হক, আমিরুল, মিনহাজ, শাহীনুল বারী সঙ্গীয় ফোর্স অত্যন্ত কৌশলে, কঠিন পরিশ্রমে আসামী আজিজুল হক ওরফে আজিজ কে গ্রেপ্তার করে।