পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় অবসর প্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ , জুন ১৩, ২০২১

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৭০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি রোডে ছোট ইলাশপুর নামক স্থানে শনিবার দিনগত রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। পরে আজ রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার ছোট ইলাশপুর গ্রামের মৃত কাশেম আলীর পুত্র।

সূত্রে জানা যায়, আব্দুল খালেক ২০ বছর পূর্বে বিজিবি চাকুরীতে থেকে অবসর নেওয়ার পর থেকেই কিডনীসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসা বাবদ অনেক টাকা পয়সা খরচ করে প্রায় নি:শ্ব হয়ে যায়। যার ফলে মানুসিক ভাবে বিকারগ্রস্থ হয়ে পড়েছিলেন। শনিবার দিনগত রাত ওই ছোট ইলাশপুর রাস্তার পাশে জনৈক মোটরসাইকেল চালক দেখতে পায় একজনকে আহত অবস্থা দেখতে পান। স্থানীয়রা ধারণা করে দ্রæতগামী কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ অবস্থায় স্বজনরা আব্দুল খালেককে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করেন। রবিবার সকালে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, কিসের সাথে ধাক্কা লেগে দুর্ঘনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায় নি। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। তবে আবেদনের প্রেক্ষেতি লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com