পূর্বধলায় সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ , মে ২৪, ২০২২
সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সড়কের পাশের সরকারি ০১ টি আকাশি গাছ কাটার অভিযোগ উঠেছে জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম এর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল ৫টার দিয়ে উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়ার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ- বিরিশিরি রোডে লাল মিয়ার বাজার নামক স্থানে ০১টি ৫.৫ ফিট বেড় এবং ২৫ ফিট লম্বা একটি আকাশি গাছ জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম এর নেতৃত্বে কাটতেছে স্থানীয় মতি মিয়া, মোশারফ হোসেন সহ আরো ৭/৮ জন। বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে, উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) কে জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা অমল চন্দ্র দাস কে ঘটনাস্থলে পাঠালে তিনি উক্ত গাছকে জব্দ করে স্থানীয় দু’জনে দেখাল রাখার নির্দেশ দেন।

জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, উনার পদবী যাওয়ার পর থেকে তিনি গাছ কাটা সংক্রান্ত ঝামেলায় জড়ান না।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, উপযুক্ত কাগজাদি না থাকা আকাশি গাছটি জব্দ করা হয়েছে। সঠিক তথ্য দিলে মালিকের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায়, এ বিষয়ে বন বিভাগের আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com