পূর্বধলায় সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সড়কের পাশের সরকারি ০১ টি আকাশি গাছ কাটার অভিযোগ উঠেছে জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম এর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল ৫টার দিয়ে উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়ার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ- বিরিশিরি রোডে লাল মিয়ার বাজার নামক স্থানে ০১টি ৫.৫ ফিট বেড় এবং ২৫ ফিট লম্বা একটি আকাশি গাছ জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম এর নেতৃত্বে কাটতেছে স্থানীয় মতি মিয়া, মোশারফ হোসেন সহ আরো ৭/৮ জন। বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে, উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) কে জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা অমল চন্দ্র দাস কে ঘটনাস্থলে পাঠালে তিনি উক্ত গাছকে জব্দ করে স্থানীয় দু’জনে দেখাল রাখার নির্দেশ দেন।
জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, উনার পদবী যাওয়ার পর থেকে তিনি গাছ কাটা সংক্রান্ত ঝামেলায় জড়ান না।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, উপযুক্ত কাগজাদি না থাকা আকাশি গাছটি জব্দ করা হয়েছে। সঠিক তথ্য দিলে মালিকের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায়, এ বিষয়ে বন বিভাগের আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।