পূর্বধলায় স্বামীর থাপ্পড়ে স্ত্রী নিহত, স্বামী আটক


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাত্রে পারিবারিক কলহের জের ধরে এক থাপ্পড়ে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামী কুদ্রত আলী (৩৮) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জারিয়া ইউনিয়নের মেঘাপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে তপি আক্তার (৩০) কে ওই জামুদ গ্রামের কুদ্রত আলীর সহিত পারিবারিক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩ সন্তান রয়েছে। বিবাহের কিছু দিন পর হতে স্বামী কুদ্রত আলী তপি আক্তারকে যৌতুকের জন্য মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল। তপি আক্তার এর পরিবার কুদ্রতকে অনেকবার টাকা পয়সা দিলেও নির্যাতন বন্ধ হয়নি। তারই জের ধরে শনিবার রাত্রে কুদ্রত আলীর এক তাপ্পরে তুপি আক্তারের মৃত্যু হয়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে।