পূর্বধলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের সবেক ও বর্তমান জনপ্রিয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সানোয়ার হোসেন চৌধুরী’র কর্মীদের মারধর এবং মোটরসাইকেল ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের বায়তুল আমান মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সামনে হাবিবুর এর দোকানের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। বেড়াইল গ্রামের শাহাদত হোসেন চৌধুরীর ছেলে মোঃ আসাদুজ্জামান চৌধুরী (৪২) বালিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ নাহমাদুল (৩৮) জটিয়াবর গ্রামের হাজী মোঃ শামসুল ইসলামের ছেলে মোঃ ছাইদুল ইসলাম (২৯) আন্দা গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মোঃ আব্দুল আজিজ (৬৫) ও মহিষবেড় গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ বাচ্চু মিয়া (৩৫) গুরুতর আহত হন।
সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মোঃ হোসেন আলী (৫৫) জটিয়াবর গ্রামের মৃত হামিদ মাস্টারের ছেলে মোঃ জিলিম (২৫) ও মোঃ জাকির হোসেন (৩৫), মোখলেসুর রহমানের ছেলে মোঃ শান্ত (২০), বাদল চন্দ্র দাসের ছেলে অমিত চন্দ্র দাস (২০), মহিষভের গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ হামিদ (৩৫), বালিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাবিবুর রহমান (৪৫), সিরাজুল ইসলাম, সাত্যাটি গ্রামের মৃত আবু চানের ছেলে মোঃ রহিম (৪৫) প্রমুখ এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়।
সেখান থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মোঃ আসাদুজ্জামান চৌধুরী’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন চৌধুরী জানান, শনিবার বিকেলে আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামে আমার হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করে দ্রæত পালিয়ে যায় তারা। এ সময় তাদের হামলায় ৫ জন কর্মী আহত হন। ওইদিন আবার সাত-আটজনের একটি সংগবদ্ধ দল হঠাৎ আমার লোকদের উপর পরিকল্পিত হামলা ও মোটরসাইকেল ভাংচুর করে।। লোকজন বাধা দিলে ৫ জন গুরুতর আহত হন।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোঃ মোখলেছুর রহমান খান মুসা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি আমি শুনেছি, কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার অজানা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম জানান, এব্যাপারে মোঃ জনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।