পূর্বধলায় সেচমোটর সহ চোর আটক
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় গতকাল শুক্রবার (২৯ জানুয়ারী) ইলাশপুর চৌরাস্তা নামক স্থানে ২টি সেচ মোটরসহ নাইম (২২) নামের এক চোর আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত নাইম উপজেলার দত্তকুনিয়া গ্রামের কুখ্যাত গাঁজা ব্যবসায়ী সম্রাটের ছেলে।
জানা যায়, শুক্রবার রাত ৯.৩০ ঘটিকার সময় আটককৃত নাইম ২টি সেচ মোটর ইলাশপুর চৌরাস্তা বাজারে বিক্রি করতে আসে। স্থানীয় জনতার কাছে বিষয়টি সন্দেহ হলে তারা থানা পুলিশকে অবগত করে। পরে থানার এসআই তাপস বণিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত মঙ্গলবার রাতে (২৮ জানুয়ারী) ওই দত্তকুনিয়া গ্রাম হতে মো. বাবুল মড়ল (৫০), বকুল মড়ল (৫২) ও রূপন চন্দ্র সরকার (৩০) নামের তিন জনের সেচ মোটর চুরি হয়। এ বিষয়ে বাবুল মড়ল বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার উপ পরিদর্শক (এসআই) তাপস বণিক জানান, চুরি দায়ের মামলা রেকর্ড করে আসামীকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।