পূর্বধলায় সুবিধা বঞ্চিতদের বিনামুল্যে চক্ষু আপারেশন ও চিকিৎসা প্রদান
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গত বুধবার বিকালে সুবিধা বঞ্চিত ও বয়স্ক ১০ জনের বিনামূল্যে ছানি, ডিসিআর ও মাংস বৃদ্ধির অপারেশন করা হয়েছে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকন’র উদ্যোগে এবং কুয়েতে’র ডা.সালেহ’র অর্থায়নে পূর্র্বধলা আধুনিক চক্ষু হাসপাতালে এ সেবা প্রদান করা হয়েছে।
চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ জানান, এ পর্যন্ত ৫৩ জনের আপারেশন ও ২০০ জনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তাছাড়া শীততাপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটারে চোখের অপারেন করেন। যতদিন পর্যন্ত আমার ইউনিয়নে অসহায় গরিব মানুষের চোখের সমস্যা থাকবে ততদিন পর্যন্ত এ অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা আধুনিক চক্ষু হাসপাতালের পরিচালক মোকাররম হোসেন, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আছমত আলী, মহিলা ইউপি সদস্য জসদা রানী, জরিনা বেগম ও ইউপি সদস্য আব্দুল লতিফ আলী হোসেন মন্ডল প্রমূখ।