পূর্বধলায় সিএনজি-অটোরিকশা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় রবিবার (৪ জুলাই) চলমান লকডাউনে কর্মহীন সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার কর্মহীন ৪০০ চালককে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রত্যেককে দশ কেজি চাল, দুই কেজি আলু, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, লবণ, চিড়া ও একটি সাবান দেওয়া হয়।
উক্ত কার্যক্রমে সহকারী কমিশনার (ভুমি) নাসরিন বেগম সেতুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডর আইয়োব আলী, পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন প্রমুখ।