পূর্বধলায় সাবেক খাদ্য পরিদর্শকের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , আগস্ট ৩, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় করোনায় আক্রান্ত হয়ে হাবিবুর রহমান শাহ ফকির (৬২) নামে সাবেক খাদ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। ইন্নাল্লিাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন সোমবার দিনগত রাত ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলার খাদ্য অধিদপ্তর থেকে খাদ্য পরিদর্শক হিসেবে অবসরগ্রহন করে উপজেলার বালিকা বিদ্যালয় রোডে নিজ বাসায় বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়নের সালকি মাটিকাটা গ্রামে। তিনি পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের ভগ্নিপতি ও পূর্বধলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফকির শাহ মুস্তাফিজুর রহমান রাজীবের পিতা ।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান শাহ ফকির গত কয়েদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার শারিরিক অবস্থা আরও অবনতি হলে গতকাল সোমবার দিনগত রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিউতে ভর্তি করা হয়। পরে রাত ৪ দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১১টায় পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নেত্রকোনার আটপাড়া উপজেলার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ওয়ারেসাত হোসেন বেলাল, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আবু তাহের তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com