পূর্বধলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামিসহ গ্রেফতার ৬


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার জারিয়া চরপাড়া গ্রামের মৃত সনজিত মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৪০), দিগজান গ্রামের কাছম আলীর ছেলে আমিরুল ইসলাম (২৫), রামকান্দা গ্রামের মো: আলী আহম্মেদের ছেলে মো: আল মামুন (৪২), পূর্ব বুধির মো: কাছুম আলীর ছেলে মো: আলাল মিয়া (৩৫), জারিয়া নোয়াপাড়া গ্রামের মৃত আ: লতিফের ছেলে মো: মানিক মিয়া (৩৮) ও মো: আইয়ুব আলী (৫০)।
মামলার বারাদ দিয়ে জানা যায়, মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসে কারাদন্ড প্রাপ্ত সাইদুল ইসলাম, যৌতুক মামলায় আলাল মিয়া ও আমিরুল ইসলাম, সিআর মামলায় আল মামুন এবং মানিক মিয়া ও আইয়ুব আলী প্রতিপক্ষকে হামলা করে গুরুতর আহত করায় নিয়মিত মামলায় গ্রেফতার হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সোমবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ৬ আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।