পূর্বধলায় সন্ত্রাসী হামলায় আহত যুবক হাসপাতালে, থানায় অভিযোগ
পুর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে তোতা মিয়া (৩৬) গংদের বিরুদ্ধে মোঃ মোজাম্মেল (২৫) নামে এক যুবককে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৬ আগষ্ট) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজারে এ ঘটনা ঘটে। তোতা মিয়া ওই বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে এবং আহত মোজাম্মেল জেলার মোহনগঞ্জ উপজেলার কচিয়াচর গ্রামের আলতু মিয়ার ছেলে। এবিষয়ে আহত মোজাম্মেলের মা খালেদা পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, মোজাম্মেলের সহিত তোতা মিয়ার বোন কোহিনুর এর বিবাহ হয়। গত ১৩ আগষ্ট কোহিনুর মোজাম্মেলকে এফিডেভিট মূলে তালাক দেয় এবং একই দিনে কোহিনুর অন্যত্র বিবাহ করেন। কিন্তু তালাক দেওয়ার পরও কহিনুর ও তার পারিবার মোজাম্মেলকে শারীরিক ও মানসিক নির্যাতনের পায়তারা করে। গত মঙ্গলবার (১৬ আগষ্ট) মোজাম্মেল ব্যক্তিগত কাজে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজারে গেলে, তোতা মিয়া, সবুজ মিয়া, আল আমিন ও ভুট্টু মিয়াসহ অজ্ঞাত ২/৩জন লোহার রড, বাঁশের লাটিসোটা দিয়ে বাইরাইয়া সন্ত্রাসী কায়দায় হামলা করে আহত করে। পরে স্থানীয় মোজাম্মেলকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে আহত মোজাম্মেলের মা খালেদা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ করেন
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।