পূর্বধলায় সন্ত্রাসী হামলায় আহত যুবক হাসপাতালে, থানায় অভিযোগ

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , আগস্ট ১৮, ২০২২
সন্ত্রাসী হামলায় আহত যুবক হাসপাতালে

পুর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে তোতা মিয়া (৩৬) গংদের বিরুদ্ধে মোঃ মোজাম্মেল (২৫) নামে এক যুবককে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৬ আগষ্ট) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজারে এ ঘটনা ঘটে। তোতা মিয়া ওই বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে এবং আহত মোজাম্মেল জেলার মোহনগঞ্জ উপজেলার কচিয়াচর গ্রামের আলতু মিয়ার ছেলে। এবিষয়ে আহত মোজাম্মেলের মা খালেদা পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, মোজাম্মেলের সহিত তোতা মিয়ার বোন কোহিনুর এর বিবাহ হয়। গত ১৩ আগষ্ট কোহিনুর মোজাম্মেলকে এফিডেভিট মূলে তালাক দেয় এবং একই দিনে কোহিনুর অন্যত্র বিবাহ করেন। কিন্তু তালাক দেওয়ার পরও কহিনুর ও তার পারিবার মোজাম্মেলকে শারীরিক ও মানসিক নির্যাতনের পায়তারা করে। গত মঙ্গলবার (১৬ আগষ্ট) মোজাম্মেল ব্যক্তিগত কাজে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজারে গেলে, তোতা মিয়া, সবুজ মিয়া, আল আমিন ও ভুট্টু মিয়াসহ অজ্ঞাত ২/৩জন লোহার রড, বাঁশের লাটিসোটা দিয়ে বাইরাইয়া সন্ত্রাসী কায়দায় হামলা করে আহত করে। পরে স্থানীয় মোজাম্মেলকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে আহত মোজাম্মেলের মা খালেদা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ করেন

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com