পূর্বধলায় শ্রদ্ধার জন্য প্রস্তুত শহীদ মিনার
পূর্বধলা প্রতিনিধি : আর মাত্র ১ দিন বাকি। একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে যাবে নেত্রকোনার পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার। দেশজুড়ে পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছরই একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এই শহীদ মিনারে।
বৃহস্পতিবার সরেজমিনে শহীদ মিনার ঘুরে দেখা গেছে, এরইমধ্যে ধুয়েমুছে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। বরাবরের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনসহ যাবতীয় অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পারবেন তারা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শহীদ মিনারটি সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ৫ জন সদস্যের বেশী একসাথে শ্রদ্ধা নিবেদন করা যাবে না। তবে উপজেলায় নব নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন উপজেলা প্রশাসন। চাইলে এতে যেকোন প্রতিষ্ঠান ও সংগঠন উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। এতে কোন বিধি নিষেধ নেই।