পূর্বধলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গাছের চারা বিতরণ ও রোপণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, সাংবাদিক মোস্তাক আহমেদ খান, আরবান প্রতিনিধি আবুল আরশাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার মহিবুল্লাহ লালন, উপজেলা নির্বাচন কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,
পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুজ্জামান শফিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আল মামুন, পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফরহাদ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুবায়ের আল মাহমুদ, উপজেলা পরিসংখ্যান অফিসার জয়শ্রী পাল, থানা আনসার ভিডিপি ইন্সট্রাক্টর মোর্শেদ আলম প্রমুখ। উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ধানমন্ডিতে পরিবারের অন্যদের সঙ্গে শাহাদাত বরন করেন তিনি।