পূর্বধলায় লেটিরকান্দা কংস নদীর পাড়ে যুবকের লাশ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ফারুক মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। সে জামালপুর জেলার সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের সুরুজ আলীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফারুক মিয়া ৭ বছর ধরে মানসিক সমস্যা ভুগছিল। গত ২৭ জুন মা, ভাবি, ভাতিজার সাথে লেটিরকান্দা পাগল বাড়ি ট্রিটমেন্ট করতে আসে। গতকাল রবিবার ফারুক মিয়া শরীরে তৈল এবং বিভিন্ন লতাপাতা দিয়ে ট্রিটমেন্ট শুরু করে। এসময় সে ওই স্থান হতে দৌড় দিয়ে নদীর পাড়ে চলে যায় এবং মাথা ঘুরান দিয়ে পড়ে পায়খানা করে দেয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মৃত্যুর সতত্য যাচাই করার জন্য লাশ ময়না তদন্তে প্রেরণ করা হয়েছে।