পূর্বধলায় লালন সাধক সম্রাট যাদু চাঁদ’র জন্মদিনে বাউয়িলা অনুষ্ঠান

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৫, ২০২১

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় লালন সাধক সম্রাট মো. খলিলুর রহমান (যাদু চাঁদ) এর জন্মদিন পালন উপলক্ষে পূর্বধলা লালন প্রেমির উদ্যোগে পহেলা ফাল্গুন রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারের বটতলায় বাউলিয়া গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই লালন প্রেমি এনরাকুল আলম টিপুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মো. মোসলেহ উদ্দিন শামীম ওরফে লীন চাঁদ সাঁইজির সভাপতিত্বে উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আঃ কাদিরের উপস্থাপনায় গান পরিবেশন করেন, মোস্তাক আহমেদ খান, কুষ্টিয়ার বাবলু শাহ, পলাশ, চন্দন,  রোপন, মতিউর রহমান ধনু, জিন্নত আলী ফকির, শিশু শিল্পী পরশ মনি প্রমুখ। যাদু চাঁদ এর জন্মদিনে লালনপন্থী ও অতিথিদের তবারকের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য পূর্বধলা লালনপ্রেমীরা ১৬ বছর ধরে এই সাধকের জন্মদিন পালন করে আসছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com