পূর্বধলায় র্যাব’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২


মোঃ আল মুনসুরঃ নেত্রকোণার পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ মোঃ রফিক (২৭) এবং মোঃ খোরশেদ (৩৭) নামে দুজনকে আটক করেছে র্যাব-১৪। গতকাল (১৫ মার্চ) মঙ্গলবার সাড়ে ১১ টায় পূর্বধলা থানাধীন বুধি গ্রামের বাইশ পুকুর নামক স্থানে পরিত্যক্ত গোদাম ঘর থেকে চোলাচালানের এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত মোঃ রফিক ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরকালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং মোঃ খোরশেদ একই গ্রামের হাসান আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, আটকৃত ব্যক্তিদ্বয় বিদেশী পণ্য অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আমদানি করে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৪ তাদের পণ্য সহ আটক করে এবং ওই বুধি গ্রামের নয়ন খা’র ছেলে আনোয়ার হোসেন কৌশলে পালিয়ে যায়। এসময় ভারতীয় শাড়ি, ওড়না, প্রসাধনী, লোহার চুল্লি, স্ট্যান্ডসহ মোট ১১ লক্ষ ৮ হাজার টাকার পণ্য জব্দ করে র্যাব ১৪।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, কথিপয় ব্যক্তি চোরাচালানের সাথে জড়িত থাকায় র্যাব ১৪ তাদের আটক করে এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্য ও আসামীদের বিরুদ্ধে র্যাব ১৪ ময়মনসিংহ এর ওয়ারেন্ট অফিসার থানায় এজহার দায়ের করলে আসামীদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।