পূর্বধলায় রাস্তা ভেঙ্গে বসতবাড়ি উচ্ছেদের অভিযোগ

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২১
রাস্তা ভেঙ্গে বসত বাড়ি উচ্ছেদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন : নেত্রকোনার পূর্বধলায় আইনল হক গংদের বিরুদ্ধে মানুষ ও যান চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা কোদাল দিয়ে কেটে বসতবাড়ি উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী মধ্যপাড়া গ্রামে মোছা: তহুরা নামে একজনের বাড়ির পাশে এ রাস্তা টি। রাস্তা ভেঙ্গে যাওয়ায় বাড়িটি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিশকাকুনী মাদরাসা হতে কলংকা গ্রাম পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শতাধিক মানুষ চলাচল করে। এমনকি এলাকার লোকজন যানবাহন দ্বারা তাদের মালামালা বহণ করে। এ বছর টানা বর্ষণের ফলে রাস্তার উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে জহুরা এবং তহুরা নামে দুই বোনের বসতবাড়ির মাঝে রাস্তায় একটি সুরঙ্গ সৃষ্টি হয়ে পানি বের হতে শুরু করে। তহুরা পানির সুরঙ্গ বন্ধ করে দিতে চাইলে, এলাকার ঘরজামাই আইনল হক ও তার ছেলে শাজা মিয়া ও দুদু মিয়া এবং রিয়াজ উদ্দিনের ছেলে রুক্কু মিয়া ও বাচ্চু মিয়া মিলিত হয়ে তহুরাকে এলাকা থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে রাস্তা টি কোদাল দিয়ে কেটে দেয়। যার ফলে রাস্তায় বড় ধরণের ভাঙ্গণ সৃষ্টি হয়েছে। এতে তহুরা বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার পথে।

এ বিষয়ে আইনল হককে জিজ্ঞাসা করলে, তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে। তবে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আইনল হক গংদের বিরুদ্ধে এলাকার শতাধিক সচেতন মানুষ স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com