পূর্বধলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২১ শে আগস্ট প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : ভয়াল ২১ শে আগস্ট, সময় ৫.২২ মিনিট জননেত্রী শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তৃিতা শেষে বৃষ্টির ন্যায় গ্রেনেড হামলায় রক্তাক্ষয়ী ঘটনায় শহীদদের স্বরণে নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে এক মিনিট নীরবতা ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ২১ আগস্ট (শনিবার) প্রথম প্রহরে উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ’র উদ্যোগে এ মোমবাতি প্রজ্জ্বলন শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান মুজিবুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ হাসানুজ্জামান রাফি, আকাঈদুল ইসলাম, শহিদুল ইসলাম আঙ্গুর, কাজী মঈন উদ্দিন মামুন, লেলিন, আনিসুর রহমান রুবেল, সারোয়ার জাহান রাসেল,কামরুল ইসলাম খান, আবু রায়হান উজ্জ্বল, ওবায়দুল সরকার, রহমত আলী, বদরুল আলম ঝুমন প্রমূখ।