পূর্বধলায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদন : নেত্রকোনার পূর্বধলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, এতিম, প্রতিবন্ধি ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দঃস্থদের মাঝে খাবার বিতরণ, বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ রোপন, শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শণী, বয়স্ক রিক্সা চালকদের বিকল্প কর্মসংস্থানে সহায়তা প্রদান, সমাবেশ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহ্ফিল।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় আরবান একাডেমি চত্ত্বরে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে যুবলীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মৌলভী আব্দুল ওয়াহেদ তালুকদার, সাবেক ছাত্র নেতা আবুল কালাম তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, যুবলীগ নেতা জুলফিকার আলী শাহীন, আওয়ামী লীগ নেতা শেখ মিজানুর রহমান মুজিবর, স্বেচ্ছাসেবকলীগ নেতা আকাঈদুল ইসলাম রুমন, আগিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, আনিসুর রহমান রুবেল, মো: নয়ন খান প্রমুখ। >সোর্স লিংক<