পূর্বধলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিন রহমান আকন্দ ওরফে সোহান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চড় বহুলী গ্রাামে পল্লী চিকিৎসক ওয়াহেদ আলীর বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুর রাশিদ আকন্দ’র ছেলে।
সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ওই চড়বহুলী গ্রামে আমগাছের সঙ্গে চাদরের ছেঁড়া অংশ দিয়ে ফাঁস দেয়া অবস্থায় নিহত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।