পূর্বধলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৭, ২০২২
প্রতিকী ছবি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিন রহমান আকন্দ ওরফে সোহান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চড় বহুলী গ্রাামে পল্লী চিকিৎসক ওয়াহেদ আলীর বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুর রাশিদ আকন্দ’র ছেলে।

সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ওই চড়বহুলী গ্রামে আমগাছের সঙ্গে চাদরের ছেঁড়া অংশ দিয়ে ফাঁস দেয়া অবস্থায় নিহত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com