পূর্বধলায় যাচাই-বাছাইয়ে ১৪ জনের মধ্যে ৬ বীর মুক্তিযোদ্ধা চুড়ান্ত

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , জানুয়ারি ৩০, ২০২১

মো. আল মুনসুর : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সুপারিশবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় শনিবার (৩০জানুয়ারি) সকালে ১৪জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাইয়ে ৫ বীর মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত ব্যর্থ হওয়ায়, ২জনের নাম ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, ১জন অন্য জেলায় লাল মুক্তি বার্তা প্রকাশিত, ৬ বীর মুক্তিযোদ্ধার তালিকা চুড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।

উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, যাচাই-বাছাই কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), জেলা প্রশাসক কর্তৃক মনোনীত বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নিজাম উদ্দিন, জাতীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: ইমাম হোসেন, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিএইডি) আব্দুল আলীম লিটন প্রমুখ।

উল্লেখ্য, সাক্ষ্য ও প্রমাণক তথ্য-উপাত্ত সঠিকভাবে উপস্থাপন করতে পারে নি উপজেলার সিজকান্দি গ্রামের মোঃ আব্দুর রহমান, বাদে পুটিকা গ্রামের মোঃ আব্দুল হামিদ, গড়ুয়াকান্দা গ্রামের মোঃ মেহের উদ্দিন, লাউখাই গ্রামের মোঃ আঃ মোতালিব ও ইসবপুর গ্রামের মোঃ তাজুল ইসলাম নামের ৫ মুক্তিযোদ্ধা। এছাড়া উপজেলা ঘাগড়া ইউনিয়নের কুচখালি গ্রামের মৃত একিন আলীর ছেলে আবেদ আলী এই নাম ও ঠিকানায় কোন বীর মুক্তিযোদ্ধা পাওয়া যায় নাই। জামুকার ওয়েবসাইটে প্রকাশিত ৩৪ জনের তালিকায় এর নাম ঠিকানা পাওয়া যায় নি যার বেসসামরিক গেজেট নং- ২৮৭৪ । ৩৪ জনের মধ্যে ২০ জনের যাচাই বাছাাইয়ের প্রয়োজন হয়নি। কারণ তাদের লাল মুক্তিবার্তায়/ ভারতীয় তালিকায় নাম ছিল।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com