পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ১৫ আগস্ট (সোমবার) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । ত্রান সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের নেতৃত্বে শোক সমাবেশ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ শেখ প্রমুখ।
পূর্বধলা উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নির্দেশনায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম তালুকদার, মিজানুর রহমান মুজিবুর, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী প্রমূখ। পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্ব সকাল ন’টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণের মধ্যদিয়ে ১৫ই আগষ্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দোয়া মাহফিল, আলোচনা সভা ও সমাবেশে করে। শোক সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি জুলফিকার আলি শাহীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অপরদিকে ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সুহেলের নেতৃত্বে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু ও পরিবারের শাহাদত বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, দুঃস্ত ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, যুগ্ন আহবায়ক জামিউল ইসলাম খান জামি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুবলীগ নেতা আরশাদ শেখ প্রমুখ।
ইন্জিনিয়ার তুহিন আহাম্মদ খান এর নেতৃত্বে শোক দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পৃথক পৃথক ভাবে পূর্বধলা উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দোয়া মাহফিল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, পূর্বধলা থানার পুলিশের উদ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, বৃক্ষ রোপন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।