পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার শপথ নিয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নেত্রকোনার পূর্বধলায় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ দিবসটি পালিত হয়।
এসময় পুস্পস্তবক অর্পণে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতিক), উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান’র নেতৃত্বে পূর্বধলা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি ও অঙ্গ সংগঠন, পূর্বধলা প্রেসকাব, পূর্বধলা রিপোর্টার্স কাব,
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আলহাজ্ব আজিজুর রহমান খান তামিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাসেদ খান সুজন, উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আনসার বিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতি, বণিক সমিতি, বাংলাদেশ শিক সমিতি, পূর্বধলা হেল্পলাইন, নিউ স্টার কাব, রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক পরিষদ। বাংলাদেশ প্রাথমিক শিক কল্যাণ সমিতি, বিডি কিন পূর্বধলা শাখা, পূর্বধলা সাংস্কৃতিক পরিষদ,
পূর্বধলা পরিবেশ আন্দোলন, পাঁপড়ী রক্তদান ফাউন্ডেশন, দিলরুবা হাবিব শিা ফাউন্ডেশন, সিপিবি পূর্বধলা, আরবান একাডেমী, চাঁদপুরা ওয়ালফেয়ার সোসাইটি, উদিচি শিল্পি গোষ্ঠী, ট্রাক-ট্রাক্টর কাভার্ড ভ্যান মালিক সমিতি, সেলুন মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধিরা। দিবসটি উপলে উপজেলা প্রশাসন গ্রহন করেছে দিনব্যাপী বিভিন্ন কর্মসসূচি। কর্মসসূচির মধ্যে রয়েছে প্রভাত ফেরী, শোক র্যালী, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।