পূর্বধলায় মোটরসাইকেল সহ ৩ চোর আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় ১টি অ্যাপাচি (১৬০সিসি) মোটরসাইকেল সহ ৩ চোরকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) ভোর রাত ৩.৩০ মিনিটে পূর্বধলা উপজেলার গরুয়াকান্দা মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ময়মনসিংহের কোতয়ালী থানাধীন আকুয়া দক্ষিণপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (২২), চাঁন মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২০) এবং মুক্তাগাছা থানাধীন দত্তপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কবির হোসেন (২০)।
পুলিশ সুত্রে জানা গেছে, ময়মনসিংহের মাসকান্দা হতে ১টি অ্যাপাচি (১৬০সিসি) মোটরসাইকেল চুরি করে বন্ধু বাড়িতে যাওয়া পথে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের গরুয়াকান্দা মসজিদের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা বলে মোটরসাইকেলের মালিক তারা নয়। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপ-পরিদর্শক (এস,আই) সজীব কুমার দাস সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ঘটনাস্থল হতে মোটরসাইকেল সহ তাদের উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।