পূর্বধলায় মোটরসাইকেলসহ চোর আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় একটি চোরাই মোটরসাইকেলসহ হুমায়ুন মিয়া (২২) নামে এক চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। শনিবার (২০ মার্চ) ভোর রাতে উপজেলার হোগলা ইউনিয়নের দয়াল বাজার নাম স্থানে তাকে আটক করা হয়। আটকৃত হুমায়ুন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে উপজেলার দয়াল বাজার নামক স্থানে মসজিদ থেকে মুসল্লীরা ফযরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিন ব্যক্তিকে ওই পথে একটি মোটরসাইকেল ঠেলিয়ে নিতে দেখে তাদের সন্দেহ হয়। কতিপয় মুসল্লী মোটরসাইকেলের কাছে এগিয়ে গেলে দুই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে গেলেও শেষ রা হয়নি হুমায়ুন মিয়ার।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ একটি নীল রংয়ের ১০০সিসি টিভিএস মেট্রো মোটরসাইকেলসহ হুমায়ুন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে।