পূর্বধলায় মুজিব শতবর্ষ ক্রিকেট গোল্ডকাপ-২০২০ ফাইনাল অনুষ্ঠিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় শনিবার (৯ জানুয়ারী) মুজিব শতবর্ষ ক্রিকেট গোল্ডকাপ-২০২০ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি কলেজ মাঠে রাজপাড়া স্পোটিং ক্লাব বনাম ঘাগড়া একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঘাগড়া একাদশ। পনের ওভার শেষে পাঁচ উইকেটে মোট সংগ্রহ ৯৭ রান। রাজপাড়া স্পোটিং ক্লাব ৯৮ রানের টার্গেট নিয়ে ১৪ ওভার ৪ বল এ পাঁচ উইকেটে চ্যাম্পিয়ন হয়। পূর্বধলার ইতিহাসে এই প্রথম বিজয়ী দলকে গোল্ড কাপ ও রানার আপ দলকে সিলভার কাপ এবং সেরা পাঁচ দর্শকের মাধ্যেও পুরষ্কার তুলে দেওয়া হয়।
উক্ত পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, জগৎ মণি’র প্রধান শিক্ষক বাবু সুধাংশু শেখর তালুকদার, শিক্ষক শরাফ উদ্দিন, সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল প্রমুখ। রাজপাড়া স্পোটিং ক্লাবের সদস্য কামরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন এর আয়োজনে ১৬টি দল খেলায় অংশগ্রহণ করেন।