পূর্বধলায় ‘মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন’র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান
নিজস্ব প্রতিবেদন: নেত্রকোনার পূর্বধলায় ” মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ” পক্ষে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) পূর্বধলা হেল্পলাইন নামক একটি ফেসবুক গ্রুপ’র কার্যক্রম গতিশীল রাখতে ” মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ” পক্ষে সমাজকর্মী ও যুব সংগঠক রাশেদ খান সুজন এ উপকরণ বিতরণ করেন। তিনি ২ টি ফুল সেট সিলিন্ডার, অক্সিমিটার – ২ টি, হেন্ড গ্লাভস – ৩০০ পিছ, অক্সিজেন মাস্ক – ৫ পিস, স্যানিটাইজার ৩ লিটার, স্প্রে বোতল ২৪ পিস, পি.পি.ই – ৩ পিস, কাপড়ের মাস্ক ১০ পিস,. মাথার টিস্যু ক্যাপ ৫০ পিস সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়া রোগীদের অক্সিজেন সংকটে পড়তে হচ্ছিল। অক্সিজেন এর অভাবে রোগী বাঁচানো যাবে কিনা ? অথবা অক্সিজেন কিভাবে সংগ্রহ করবে? এমন দুশ্চিন্তা দূর করার জন্য পূর্বধলা হেল্পলাইন নামক একটি ফেসবুক গ্রুপ’র এডমিনও সদস্যগণ উদ্যোগ নেন বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার। যা পূর্বধলাবাসী কল্যাণ বয়ে এনেছে। এই চিন্তাদ্বারা ও পথচলাকে সুগম ও উন্নতির দিয়ে এগিয়ে নেওয়ার জন্য সহয়োগীতার হাত বাড়ান ” মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন “। যার পৃষ্টপোষক ছিলেন, সাবেক অতিরিক্ত ডিআইজি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনারের প্রধান সম্বনয়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাননান খান। উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে পূর্বেও অন্য সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা হেল্পলাইন’র এডমিন নোমান শহরিয়ার, মোহাম্মদ আলী জুয়েল (প্রভাষক), মরডারেটর জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, নাহিদ আলম, সাজ্জাদ হোসেন প্রমুখ।