পূর্বধলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্ণাঙ্গ কমিটি গঠিত
মোঃ আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার (৬ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক গাজী মর্তুজা হোসেন (কামাল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আফাজ জাহাঙ্গীর (রাসু) কে সভাপতি এবং হাসান আব্দুল্লাহ আল তারেক সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যদের কমিটি তালিকা প্রকাশ করা হয়।
এর আগে, গত (৮ জুন) বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ড কাউন্সিল পূর্বধলা শাখার নতুন কমিটি বুধবার গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আফাজ জাহাঙ্গীর (রাসু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান আব্দুল্লাহ আল তারেক।
এ উপলক্ষে পূর্বধলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল নেত্রকোনা জেলা কমিটির সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাবুল।
নবনির্বাচিত কমিটির সভাপতি আফাজ জাহাঙ্গীর রাসু’র সভাপতিত্ব মুক্তিযোদ্ধা সন্তান ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির এর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ মাসউদুর রহমান, উপদেষ্টা হাসান আব্দুল্লাহ আল মেহেদী, সহ-সভাপতি আল মামুন বিদ্যুৎ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান প্রমূখ। প্রথম অধিবেশনের আলোচনা শেষে ২য় অধিবেশনে মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিতিতে কন্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।