পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের ধর্মঘট, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি ও অসদাচরণের প্রতিবাদে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে মানববন্ধন চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ দেবনাথ প্রমুখ।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিচারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধাগণ।
মানববন্ধন পূর্ব আলোচনায় বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক ইউনুস আলী মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আমিনুল ইসলাম নান্টু মন্ডল সকল মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন জানান, বীর মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত ও শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদানে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমার জ্ঞাতসারে কোনো মুক্তিযোদ্ধা আমার দ্বারায় অপমানিত হয়নি বা কাউকে আমি কটুক্তি করিনি। যদি ভুল বসত হয়ে থাকে সেজন্য আমি জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে ক্ষমা চেয়েছি। এরপরও উনারা কর্মসূচী পালন করলেন। আমি মনে করি আমি ব্যক্তিগত ভাবে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।