পূর্বধলায় মাদক ব্যবসায়ী এরশাদ দম্পতি’র বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ , মে ৩০, ২০২১
একাধিক মাদক মামলার আসামি এরশাদ মিয়া

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় একাধিক মাদক মামলার আসামি এরশাদ মিয়া (৩২) ও তার স্ত্রী বিথী আক্তারের (২৯) বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মাদক ব্যবসায় অতিষ্ট হয়ে এর প্রতিকার চেয়ে আজ রবিবার (৩০ মে) পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেছেন এলাকাবাসী। মাদক ব্যবসায়ী এরশাদ মিয়া উপজেলার খলিশাউড় ইউনিয়নের মনারকান্দা গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, এরশাদ-বিথী দম্পতি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মদ, গাঁজা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে তার নিজ বাড়িতে বিক্রি করছেন। বাড়ির পাশে প্রতিদিনই মাদবসেবীদের আড্ডা বসে। স্কুল কলেজের ছাত্ররা মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে। ঢাকা এবং নেত্রকোণার পুলিশ মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করলেও থামছে না এদের মাদক ব্যবসার কারবারি। কদিন পরেই জামিনে বেরিয়ে এসেই যুব সমাজের হাতে এরা তুলে দিচ্ছে মাদকদ্রব্য।

উল্লেখ্য, আসামিদ্বয়ের বিরুদ্ধে ঢাকা খিঁলগাও থানায় দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের মাধ্যমে মেট্রোপলিটন পুলিশ অবৈধ মাদকসহ তাকে গ্রেফতার করে। মামলাটি ডিএমপি ইউনিট খিঁলগাও থানার এফআইআর নং ৭২/২২৪, ডিএমপি ইউনিট খিঁলগাও থানার এফআইআর নং ১০/১০ ও গত ৩ ফেব্রুয়ারি পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬/১ ১৯(ক)/৪১ মামলা হয়। মামলা নং ০৮।

এ ব্যাপারে অভিযুক্ত এরশাদ মিয়া জানান, পূর্বে মাদক সেবনে আসক্ত থাকলেও বর্তমানে তার বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে এরকম অভিযোগ এনেছে । উল্টো প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘরে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করেছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com