পূর্বধলায় মরহুম আলহাজ্ব আব্দুল হাননান খান স্মরণে হুইলচেয়ার, স্ট্রেচার ও নগদ অর্থ বিতরণ
মো. আল মুনসুর : পবিত্র মাহে রমজান ও জুমাতুল বিদায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নেত্রকোনার পূর্বধলায় সাবেক আন্তর্জাতির অপরাধ ট্রাইবুলানের প্রধান সমন্বয়ক (আইজিপি পদ মর্যদা) বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল হাননান খান স্মরণে হুইলচেয়ার, স্ট্রেচার, নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মে) উপজেলার খলিশাউড় গ্রামে উনার নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, পঙ্গু ও শারীরিক অক্ষম ৯ জনকে হুইল চেয়ার, ১ জনকে স্ট্রেচার সহ নগদ অর্থ প্রদান করা হয়।
মরহুমের পরিবারবর্গের পক্ষে সমাজকর্মী ও যুব সংগঠক রাশেদ কুদ্দুছ খান সুজনের নেতৃত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, ডা. মোখলেছুর রহমান খান দুলন, ছাত্রনেতা সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।