পূর্বধলায় “মরহুম আবদুল হাননান খান (পিপিএম)”র স্বরণে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা”
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেত্রকোনার পূর্বধলায় “মরহুম আবদুল হাননান খান (পিপিএম)”র স্বরণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পূর্বধলা পরিবেশ আন্দোলন ও সাবেক ছাত্রনেত্রা, যুব সংগঠক রাশেদ খান সুজন ।
এসময় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাননান খান এর সুযোগ্য ভাতিজা পূর্বধলা পরিবেশ আন্দোলনের মহাসচিব ও সাবেক ছাত্রনেতা, যুব সংগঠক রাশেদ খান সুজন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, টঙ্গী পূর্ব থানা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি টুটুল মিয়া, শিক ও মানবাধিকার কর্মী আব্দুস ছাত্তার, ছাত্রলীগ নেতা জাকির আহাম্মদ খান, শ্রমিক নেতা আবুল কাসেম খান, সবুজ মিয়া, যুবলীগ কর্মী সাজ্জাদ হোসেন খান, মোঃ আল আমিন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সদস্য আনিছুর রহমান আনিস, মামুন মিয়া, এমদাদুল ইসলাম, ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।