পূর্বধলায় মন্দিরে চুরি

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , এপ্রিল ৪, ২০২১
মন্দিরে চুরি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোরার পূর্বধলায় মন্দিরে তালা কেটে স্বর্ণ ,প্রতিমা, নগদ টাকা সহ চুরি’র ঘটনা ঘটেছে। রবিবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলা সদরে’র বড় বাজরে’র শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে’র অভ্যন্তরে এ চুরি হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সনজিৎ কর জানান, চোরেরা রবিবার রাতের কোনো একসময়ে পিছনের দরজার তালা কেটে মন্দিরে ঢুকে কালী মূর্তি থেকে বিভিন্ন স্বর্ণালংকার, রৌপ্য অলংকার, প্রতিমা,নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকা’র জিনিসপত্র নিয়ে যায়। এ সময় মন্দিরে’র পুরোহিত নারায়ন চন্দ্র সরকার উপস্থিত ছিল না।
খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম পরির্দশন করে জানান, তদন্ত চলছে এবং চোরচক্র ধরার চেষ্টা অব্যহত আছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com