পূর্বধলায় ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি বাসাবাড়ীসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকা ভূস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকার উপরে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ দোকান মালিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাজারের সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ৩ টার দিকে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বাজারের হাদিছের রাইছ মিলে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে পাশ্ববর্তী বারেকের ফার্নিচারের দোকান ও বাসা, কামরুলের কাপড়ের দোকান, আতিকুলের মুদির দোকান, নগদ ১ ল টাকা ও বাসা, আরিফুল ইসলামের ফার্নিচারের দোকান ও বাসা, মোসলেম উদ্দিনের মনোহরি দোকান, জালালের মনোহরি দোকান, আব্দুর রাজ্জাকের চা দোকান, দুলাল মিয়ার মনোহরি দোকান, ওয়াজেদ মিয়ার খাদ্য ও ভূষির দোকান, আব্দুল মজিদের চা দোকান সম্পন্ন ভূস্মিভূত হয়। এ সময় প্রাণ হানির ঘটনা না ঘটলেও কেউ কোন মালামাল বাচাঁতে পারেনি। ফলে অগ্নিকান্ডে তিগ্রস্থ সকলেই এখন নিঃস্ব।
খবর পেয়ে নেত্রকোনার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সবগুলি প্রতিষ্ঠান সম্পন্ন ভূস্মিভূত হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সদর সার্কেল নেত্রকোনা মুর্শেদা আক্তার, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহিদ প্রমুখ।
এসময় পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ব্যক্তিগত ভাবে, ৩ জনকে ১০ হাজার করে এবং ৭ জনকে ৫ হাজার করে মোট ৬৫ হাজার নগদ টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ১ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির হিসাব ধরে জেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা বরাবর তালিকা পাঠিয়েছেন।