প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
পূর্বধলায় ভেঙ্গে পড়ল ইউড্রেন দূর্ভোগ চরমে, দূর্ঘটনার আশঙ্কা

ইউড্রেন ভেঙ্গে যাওয়ায় দূর্ভোগ চরমে, দূর্ঘটনার আশঙ্কা

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা বাজার হতে লালমিয়ার বাজারে যাওয়ার পথেে ১টি ইউ ড্রেন ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল অযোগ্য হয়ে দূর্ভোগ চরমে। বুধবার (১৭ ফেব্রুয়ারী) সরেজমিনে দেখা গেছে, লাল মিয়ার বাজারের ৫০ গজ পশ্চিমে একটি ইউ ড্রেন ভেঙ্গে গেছে। যার ফলে সৃষ্টি হচ্ছে যানযটের। এক দিকের গাড়ি আসতে হলে অন্য দিকের গাড়ি থেমে থাকতে হচ্ছে। রয়েছে দূর্ঘটনার আশঙ্কা। এছাড়া পূর্বধলা হতে ময়মনসিংহ এবং নেত্রকোনা ও দুর্গাপুর যাতায়াত করতে এই রাস্তাটি বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান, উক্ত ইউ ড্রেনটি ব্যবহার উপযোগী না থাকায় মাঠি দিয়ে ভরাট করে দেওয়া হবে। এতে দূর্ভোগ কমে যাবে।