পূর্বধলায় ভূমি সেবা সপ্তাহ পালিত
পূর্বধলা প্রতিনিধি : “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ/২১ পালিত হচ্ছে। রবিবার (০৬ জুন) উপজেলা ভূমি অফিস কার্যালয়ে “মৃত্তিকা” প্রাঙ্গনে সেবা সপ্তাহে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম’র সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু’র সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ।
আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করার জন্য এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু।