পূর্বধলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ , জুন ১৮, ২০২১

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় শুক্রবার (১৮ জুন) আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান। ভুমিহীন ও ঘরহীন ১২ পরিবারের জন্য প্রধানন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলি বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের নারায়নডহর গ্রামের ধলাই নদীরপাড়ে মনোরম পরিবেশে এ আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঘরগুলি আগামী ২০জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সারাদেশে বরাদ্দকৃত ৫৩৩৪০টি ঘরের আনুষ্ঠানিক উদ্বোধনীর পর হস্তান্তর করা হবে।

ঘর পদির্শনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মনির হোসেন, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, সহকারি কমিশনার (ভুমি) নাসরিন বেগম সেতু, নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আপ্তাব উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, ২শতক জমির উপর নির্মিত সেমিপাকা ঘরগুলির জন্য ১লক্ষ ৯০হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এসব আবসান প্রকল্পে পানি, বিদ্যুৎ, বৃক্ষরোপণসহ অন্যান্য সুবিধা থাকবে। তিনি এ প্রকল্পের কাজের গুণগতমান ও প্রকল্পের জন্য জায়গা নির্বাচনের জন্য সন্তোষ্টি প্রকাশ করেন।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে উপজেলায় এই ১২টি ঘরসহ আরও ৮টি ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। বাকীগুলি ঘাগড়া ইউনিয়নে ৫টি ও সদর ইউনিয়নে আরও ৩টি ঘর নির্মাণ কাজও চলমান আছে। স্থানীয় উপজেলা প্রশাসন এসব ঘর নির্মাণ কাজের তদারকি করছেন।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আনুষ্ঠানিক উদ্বোধনীর পর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) পূর্বধলা উপজেলা হলরুমে উপকারভোগীদের হাতে ঘর হস্তান্তর করবেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com