পূর্বধলায় ভারতীয় মদসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ , আগস্ট ৪, ২০২২
ভারতীয় মদসহ দুই কারবারি গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ২০ বোতল ভারতীয় মদসহ মোঃ আল আমীন (২৮) এবং মোঃ আব্দুল জলিল (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ । বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকাল পৌনে ১০ টায় উপজেলার জারিয়া ইউনিয়নে আনসার ক্যাম্পের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত- আল আমীন জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের হরিণকুড়ি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে এবং আব্দুল জলিল একই গ্রামের আব্দুল হাই’র ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আল আমীন ও আব্দুল জলিল কলমাকান্দা হতে শ্যামগঞ্জ নামক স্থানে মোটরসাইকেল যোগে ভারতীয় ‘এমসি ডোয়েলস ব্যান্ডে’র ২০ বোতল মদ প্লাষ্টিকের বস্তা ও স্কুল ব্যাগে ধারণ করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের মোটরসাইকেল থামানোর জন্য বলা হলে, তারা পালানোর চেষ্টা করলে তাদের দৌড়ায়ে গ্রেপ্তার এবং ভারতীয় মদ ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নির্দেশক্রমে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলাল উদ্দিন, এএসআই মোকাম্মেল হোসাইন, কং জিয়াউর রহমান, আল আমীন সঙ্গীয় ফোর্স আসামী তাদের গ্রেপ্তার করে। পুলিশের এই অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com