পূর্বধলায়  ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ , ডিসেম্বর ৩০, ২০২০

পূর্বধলা সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলায় শ্যামগঞ্জ জারিয়া মোড় এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পন্যসামগ্রি সহ মিজানুর রহমান হিরা (৩৫) ও মো: জামাল মিয়া (৩০) নামের দুই জনকে গ্রেফতার করেছে ডিবি নেত্রকোণা।

গ্রেফতারকৃত মিজানুর রহমান  গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বিশ্বাসপাড়া গ্রামের আঃ হামিদ এর ছেলে এবং জামাল মিয়া নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার দাখিনাইল গ্রামের মোঃ আঃ রাজ্জাক এর ছেলে।

বুধবার (৩০/১২/২০২০) জেলার গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com